SHARE

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে বামনের চরিত্র অভিনয় করছেন শাহরুখ খান। এ ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানি।

করণ জোহরের ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল।

পর্দায় তাদের প্রেম-বিরহ এক সময় দারুণ উপভোগ করে দর্শক। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পর তাদের আর এক সঙ্গে দেখা যায়নি।

১৯ বছর পর আবারও বড় পর্দায় একই ছবিতে তারা। ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।

রানি, কাজল ছাড়াও ‘জিরো’তে দেখা যাবে কারিশ্মা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভাটকে। ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মাও।

জি-নিউজের মতে, ১৯ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ-রানি-কাজলকে দারুণ পছন্দ করেন ভক্তরা। তাই আবারো তিনজন একসঙ্গে হচ্ছেন ‘জিরো’ ছবিতে। কেউ কেউ বলছেন, এটা কুছ কুছ হোতা হ্যায় টু।