Home তথ্য ও প্রযুক্তি

বিশ্বে আউটসোর্সিং-এ বাংলাদেশ দ্বিতীয় -অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

SHARE

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট (ওআইআই)’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের আউটসোর্সিং করা দেশগুলোর মধ্যে এখন ভারতের পরেই রয়েছে বাংলাদেশ।

ওই গবেষণা জানাচ্ছে, আউটসোর্সিং করা দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারত। তার পরেই বাংলাদেশ। তিন নম্বরে রয়েছে আমেরিকা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই রিপোর্টে বলা হয়েছে, ঘরে বসে ফ্রিল্যান্স কাজ করার একটা বড় বাজার তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। দিন যত যাচ্ছে এই বাজার তত দ্রুত বাড়ছে। সবচেয়ে বেশি পেশাদারিত্বের নিরিখে মার্কিন মুলুকে গুরুত্ব পাচ্ছে কপি রাইটিং (লিখন) ও ট্রান্সলেশন (অনুবাদ)। আর ভারতীয় উপমহাদেশে গুরুত্ব পাচ্ছে সফটওয়্যার উন্নয়ন ও নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন।

গবেষণায় এই তথ্যও উঠে এসেছে যে, অনলাইনে কাজকর্ম করার হার সবচেয়ে বেশি ভারতেই। ২৪ শতাংশ। তার পরেই বাংলাদেশ, ১৬ শতাংশ। অনলাইনে আমেরিকায় কাজকর্ম হয় ১২ শতাংশ।