SHARE
Picture Credit- @KalitaAmitabh/twitter

বৃহস্পতিবার পৃথিবী ছেড়ে চলে গেলেন বলিউড পরিচালক ও অভিনেতা নীরজ ভোরা। পরিচালনার পাশাপাশি ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বেশ কিছু সাড়াজাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

গণমাধ্যমকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নির্মাতা অশোক পন্ডিত। ১৪ ডিসেম্বর রাত ৩টায় মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীরজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন নীরজ। সে সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন আমির খান। এরপর ‘হ্যালো ব্রাদার’, ‘পুকার’, ‘বোল বচ্চন’, ‘রাজুবান গয়া জেন্টলম্যান’, ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ৩টায় মুম্বাইয়ের সান্তাক্রুজ সিমেট্রিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।