SHARE
Picture Credit- Reuters/ Leonhard Foeger

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য-উপাত্তে যুক্তরাষ্ট্রে দুর্বল মূল্যস্ফীতি ও অন্যান্য চিত্র সুদের হার বাড়ানোর পক্ষে নেই।

এতে ডলারের দাম ১০ মাসের মধ্যে সোমবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মূল্যবান ধাতুটির দাম কমেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে প্রতি আউন্সে স্বর্ণের দাম কমেছে দশমিক পাঁচশতাংশ।

ওই দিন প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয় এক হাজার ২৩৩ ডলার ৯০ সেন্ট বা স্থানীয় মুদ্রায় ৯৮ হাজার ৭১২ টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)।

এছাড়া স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স লেনদেন হয় এক হাজার ২৩৪ ডলার ৫৯ সেন্ট বা ৯৮ হাজার ৭৬৭ টাকা।