SHARE

জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা আসছে আগামী বছর। ক্রোয়েশিয়ায় ২০১৮ সালে শুরু হবে প্রাথমিকভাবে ‘শ্যাটারহ্যান্ড’ নামের সিনেমাটি। এই সিনেমায় জেমস বন্ডকে লড়তে দেখা যাবে এক অন্ধ খলনায়কের বিরুদ্ধে। এবারের বন্ড সিনেমায়ও এজেন্ট জিরো জিরো সেভেন রূপে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে।

এবারের সিনেমাটি তৈরি হবে ১৯৯৯ সালের বন্ড উপন্যাস ‘নেভার ড্রিম অফ ডাইং’ অবলম্বনে। এর রচয়িতা রেমন্ড বেনসনের গল্প থেকে এর আগে তৈরি হয়েছে ‘ডাই অ্যানাদার ডে’, ‘টুমরো নেভার ডাইজ’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এর মতো জনপ্রিয় বন্ড সিনেমা।

নির্মাতাদের ঘনিষ্ঠ এক সূত্র এ ব্যাপারে ব্রিটিশ ট্যাবলয়েড মিররকে বলে, “বন্ড চিত্রনাট্যকারেরা ভাবছেন ‘স্পেক্টার’-এর পর এটাই হবে বন্ডের জন্য উপযুক্ত গল্প। তারা আশা করছেন পরের বছর ক্রোয়েশিয়ায় সিনেমাটি শুরু করার কথা।”