SHARE
Kalsindur's football girl Sabina dies

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর। সেখান থেকেই উঠে এসেছিল সাবিনা খাতুন। খেলার মাঠে আলো ছড়ানো কলসিন্দুরের মেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের এই কিশোরী ফুটবলার তিন দিনের জ্বরে ভুগেই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালারানী সরকার।

উপজেলার দক্ষিণ রানীপুর গ্রামের মৃত সেলিম মিয়ার মেয়ে সাবিনা কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ছিলেন সাবিনা। গত ১৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৫ ক্যাম্প থেকে ছুটিতে গ্রামের বাড়ি দক্ষিণ রানীপুরে যান তিনি।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়েজউদ্দিন ফরাজি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাবিনা মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

অধ্যক্ষ মালারানী সরকার বলেন, গত ১৭ই সেপ্টেম্বর যশোরে অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ১৮ সেপ্টেম্বর ছুটিতে বাড়িতে আসে সাবিনা। বাড়িতে আসার পর থেকেই সে জ্বরে ভুগছিল।

মঙ্গলবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয় বলে জানান তিনি।