Home বলিউড

আপাতত গান ছেড়ে পরিবারকে সময় দিবেন প্রীতম

9
SHARE

এবার প্রীতম বদলে যাচ্ছেন। শেষ হয়েছে তাঁর বহুদিনের স্বপ্ন, সেরা মিউজিক্যাল ‘জগ্গা জাসুস’, ‘জব হ্যারি মেট সেজল’ রিলিজের পর টানা দেড় বছর আর কোনও নতুন কাজে হাত দেবেন না প্রীতম। তেমনটাই জানিয়ে কাল সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে স্ট্যাটাস দিয়েছেন তিনি। আর তাঁর সেই স্ট্যাটাসে তাকে সমর্থন দিয়েছেন কিং খান, আমাল মালিকসহ আরও অনেকে।

pritam facebook status

স্টুডিওর সাউন্ডপ্রুফ ঘর থেকে দূরে, একেবারে নিজের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বলিউডের ঘোড়দৌড় থেকে আলাদা হয়ে নিজের ব্যক্তিগত সম্পর্ক আর বন্ধনকে আরও একটু ঝালিয়ে নিতে চান।

জীবনে কোনও সময়ে গিয়ে যেন আফসোস না হয় যে, নাম-যশ-খ্যাতির মোহ তাঁকে ভুলিয়ে রেখেছিল প্রিয়জনদের থেকে।

প্রীতমের এতগুলো বছর কাটছিল দিনভর স্টুডিওর সাউন্ডপ্রুফ ঘরে বসে সুর তোলা। নাওয়া-খাওয়া ভুলে শুধুই সাত সুরের সাধনা। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ডেডলাইন। সাধ্যের চেয়েও বেশি কমিটমেন্টস।