SHARE
rokeya-prachi

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন রোকেয়া প্রাচী । জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী আসন্ন নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ছোট পর্দায় অভিনয়ের সঙ্গে চলচ্চিত্রেও দর্শক নন্দিত রোকেয়া প্রাচী। ১৯৯৮ সালে ‘দুখাই’য়ে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ।

১৯৮৯ সালে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় রোকেয়া প্রাচীর। এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘জয় পরাজয়’-এ অভিনয়ের মধ্য দিয়ে টিভি পর্দায় কাজ শুরু করেন তিনি।

ফেনী-৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে নিয়মিত এলাকায় যাতায়াত করছেন রোকেয়া প্রাচী। অংশ নিচ্ছেন নানা সামাজিক কর্মকাণ্ডে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নেত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়নে সবার সঙ্গে এক হয়ে কাজ করাই লক্ষ্য।

তবে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে গণ মাধ্যমকে তিনি বলেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে তার জন্য দলের হয়ে একসাথে কাজ করে যাবো।