SHARE
Picture Credit- morningringer.com

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ওই সিরিজে বিশ্রাম দেওয়া হযেছে প্রোটিয়াদের স্পিনার ইমরান তাহির ও পেসার কাগিসো রাবাদাকে।

টেস্ট সিরিজের পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশকে ভুগিয়েছেন কাগিসো রাবাদা। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে চোটের কারণে নেই চার পেসার ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, মর্নে মর্কেল ও ক্রিস মরিস। চোটের কারণে ছিটকে গেছেন ওয়েইন পার্নেলও।

শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না বাঁহাতি পেসার। টি-টোয়েন্টি সিরিজেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে থাকছেন ফাফ ডু প্লেসি।

এ সিরিজে ডাকা হযেছে অলরাউন্ডার রবি ফ্রাইলিনকে। টি বোলিং আক্রমণে সেরারা না থাকলেও ব্যাটিংয়ে পূর্ণ শক্তির দলই থাকছে। ফাফ দু প্লেসি থাকছেন নেতৃত্বে, আছেন এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, হাশিম আমলা, কুইন্টন ডি কক।

টি-টোয়েন্টি দলে নতুন মুখ রবি ফ্রাইলিংক। ৩৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার কদিন আগে খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে। দলে ফিরেছেন বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস।

ওয়ানডে সিরিজে পার্নেলের বদলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী অলরাউন্ডার উইলেম মাল্ডার।

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগারদের স্বাগত জানাবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা দল:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, রবি ফাইলিংক, বিউরান হেনড্রিকস, ডেভিড মিলার, ম্যাঙ্গালিসো মোসেলে, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফেলুকওয়ায়ো, তাবরাইজ শামসি।