SHARE
তানযীর তুহীনের ফেসবুক থেকে সংগৃহীত

শিরোনামহীন ব্যান্ড ছেড়ে দিলেন গানের দলটির মূল গায়ক তুহীন। তবে গান ছাড়ছেন না তিনি।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ও ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পৃথক স্ট্যাটাসে খবরটি জানান জনপ্রিয় এই শিল্পী।

ব্যান্ড ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তুহীন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি। তাবে গান ছাড়ছি না।’

তুহীনের কাছ থেকে এ ঘোষণা পেয়ে হতাশ ভক্ত ও শ্রোতারা।

তানযীর তুহীনের ফেসবুক থেকে সংগৃহীত

জানা গেছে, হৃদরোগে ভুগে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে তুহীনকে। চিকিৎসকদের পরামর্শে কনসার্টে সংগীত পরিবেশন থেকে বিরত থাকতে হবে বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েকদিন আগে অন্য সদস্যদের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নেন তুহীন।

১৯৯৬ সালে শিরোনামহীন ব্যান্ডটি গঠন হয়। ২০০০ সালে গায়ক হিসেবে যোগ দেন তুহীন। তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ প্রকাশিত হয় ২০০৪ সালে। সবশেষ অ্যালবাম বাজারে আসে চার বছর আগে। ২০০৮ সালের ১ আগস্ট তারা বামবার সদস্যপদ পায়।