১ জুন থেকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি স্টেশন থেকে ঢাকা সেনানিবাস স্টেশন পর্যন্ত ভারত-বাংলাদেশের ট্রেন সার্ভিস মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন।
দূরত্ব: ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি দূরত্ব ৫৯৫ কিলোমিটার।
কবে ছাড়বে: বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার এবং ভারতের জলপাইগুড়ি থেকে ছাড়বে রবিবার ও বুধবার।
ভারতের সময়: উত্তর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি স্টেশন থেকে ভারতীয় সময় সকাল ১১.৪৫ টায় ছেড়ে যাবে এবং বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটে ঢাকা পৌঁছবে। ভারতীয় সময় ১২:৫৫ মিনিটে ট্রেনটি বাংলাদেশের হলদিবাড়ি রেলস্টেশনে প্রবেশ করবে।
বাংলাদেশ সময়: হলদিবাড়ি রেলস্টেশনে ১০ মিনিট বিরতি দিয়ে দুপুর ১:০৫ মিনিটে রওনা দিয়ে বাংলাদেশ সময় ১:৫৫ মিনিটে চিলাহাটি স্টেশনে পৌঁছাবে। এখানে নীলফামারীর চিলাহাটির যাত্রীদের জন্য ৩০ মিনিট যাত্রা বিরতি দিয়ে ২:২৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়। পথে আর কোথাও দাঁড়াবে না।
ফিরতি যাত্রায় বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এর পর নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে প্রবেশ করবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এখানে চিলাহাটির যাত্রীদের জন্য ৩০ মিনিট যাত্রা বিরতি দিয়ে ভোর ৬টা ১৫ মিনিটে ভারতের দিকে ছেড়ে যাবে। ভারতীয় সময় ভোর ৬টায় ট্রেনটি হলদিবাড়ি প্রবেশ করবে। ৫ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি হলদিবাড়ি থেকে ভোর ৬টা ৫ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ভারতীয় সময় ৭টা ১৫ মিনিটে।
আসন: ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন বিশিষ্ট এবং রাতে ৪০৮ আসন বিশিষ্ট অবস্থায় চলাচল করবে।
ভাড়া: মোট যাত্রীবাহী কোচ থাকবে আটটি। এতে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং চারটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার থাকবে। এসি চেয়ার ২৭৮০ টাকা, এসি সিট ৩৪২০ টাকা এবং এসি বার্থ ৫২৫৫ টাকা যার প্রতিটি তে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স নির্ধারিত। শিশুর ক্ষেত্রে পাঁচ বছর বয়স পর্যন্ত ভাড়া ৫০ শতাংশ কমানো হবে।
ট্রেনটি বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ দিয়ে চলাচল করবে। এতে নীলফামারীর চিলাহাটি স্টেশনের জন্য দুটো পৃথক কোচ বরাদ্দ থাকবে। সমগ্র উত্তরবঙ্গের মানুষ চিলাহাটি থেকে ট্রেনে উঠে নিউ জলপাইগুড়ি যেতে পারবে এবং নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি এসে নামতে পারবে।
[…] মিতালি এক্সপ্রেস […]
[…] মিতালি এক্সপ্রেস […]