bd train new schedule

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে । এগুলোর মধ্যে রয়েছে –

২৯ এপ্রিল থেকে ১ মে এবং চট্টগ্রাম ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত – চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর- চলবে।

আরও খবরঃ

২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত – দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রোডে চলবে।

২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত – খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রোডে চলবে।

সোলাকিয়া স্পেশাল-১ ট্রেন ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার রোডে ও শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রোডে শুধুমাত্র ঈদের দিন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here