০৯ নভেম্বর ২০১৭ (বাংলা ২৫ কার্তিক ১৪২৪) থেকে খুলনা-কলকাতা এর মধ্যে আন্তঃদেশীয় ‘বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)’ ট্রেনটি চালু হল। এছাড়াও ঢাকা থেকে কলকাতা যাওয়ার সরাসরি বাস ও বিমান চালু আছে।
আরো পড়ুন:
- অনলাইনে ট্রেনের টিকেট | ই-টিকিটিং-সিস্টেম
- বিমান চলাচলের সময়সূচী ও ভাড়ার তালিকা
- কক্সবাজারে বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার
ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে ১ দিনের পরিবর্তে বন্ধন এক্সপ্রেস চলাচল করবে সপ্তাহে ২ দিন ।
ট্রেন | বহির্গমন | পূর্বের সূচি | বর্তমান সূচি |
বন্ধন এক্সপ্রেস | কলকাতা | বৃহস্পতিবার | বৃহস্পতি ও রোববার |
খুলনা | বৃহস্পতিবার | বৃহস্পতি ও রোববার |
ভারতীয় রেকের সিট এলোকেশন নিম্নরুপঃ
ভারতীয় রেক (৩১২৯/৩১৩০) | ||
কোচের ধরণ | সিট ক্যাপাসিটি/বরাদ্দ | |
এইচ-১ | এসি সিট | ০১-৩৬ খুলনা |
এইচ-২ | এসি সিট | ০১-৩৬ খুলনা |
এইচ-৩ | এসি সিট | ০১-৩৬ খুলনা |
এইচ-৪ | এসি সিট | ০১-৩৬ খুলনা |
সি-১ | এসি চেয়ার | ০১-৭৮ খুলনা |
সি-২ | এসি চেয়ার | ০১-৭৮ খুলনা |
সি-৩ | এসি চেয়ার | ০১-৭৮ খুলনা |
সি-৪ | এসি চেয়ার | ০১-৭৮ খুলনা |
মোট | ৪৫৬ |
বন্ধন এক্সপ্রেস ট্রেনের ভাড়া (১৬ নভেম্বর ২০১৭ থেকে কার্যকর হবে) :
ক্রমঃ | দূরত্ব | টিকেট | ডলার | রেলওয়ের প্রাপ্য ভাড়া | ভ্যাট ১৫% |
ট্র্যাভেল ট্যাক্স | মোট আদায়যোগ্য ভাড়া |
ক. | ১৭৫ কিঃ মিঃ | এসি সিট | ১৫ | ১৬৫০ | ২৪৭.৫০ | ১০০০ | ২৯০০ টাকা |
খ. | এসি চেয়ার | ১০ | ১১০০ | ১৬৫ | ১০০০ | ২২৬৫ টাকা |
বন্ধন এক্সপ্রেসের সময়সূচী :
খুলনা-কলকাতা
# খুলনা ছাড়বে : দুপুর ১৩:২০টা
# বেনাপোল পৌঁছাবে : ১৪:৫০ টা, ছাড়বে ১৫:৫৫ টা
# পেট্রাপোল পৌঁছাবে : ১৬:১০ টা, ছাড়বে ১৬:২০ টা
#. কলকাতা পৌঁছাবে : ১৮:১০ টা
কলকাতা-খুলনা
# কলকাতা ছাড়বে : সকাল ৭:১০ টা
# পেট্রাপোল পৌঁছাবে : সকাল ০৮:৫৫ টা, ছাড়বে ০৯:০৫
# বেনাপোল পৌঁছাবে : সকাল ৯:২০ টা, ছাড়বে ১০:২৫ টা
# খুলনা পৌঁছাবে : দুপুর ১২:০০ টা
বন্ধন এক্সপ্রেস: প্রয়োজনীয় তথ্যাবলী:
- পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে চলবে বন্ধন এক্সপ্রেস
- প্রতি সপ্তাহের মঙ্গলবার বন্ধন এক্সপ্রেস চলবে
- মোট ৪৫৬ জন যাত্রী বন্ধন এক্সপ্রেসে সফর করতে পারবে (৩১২ এসি চেয়ার কার+১৪৪ ফার্স্ট এসি)
- কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস অতিক্রম করবে মোট ১৭২ কিলোমিটার (ভারতে ৭৭ কিমি পথ+ বাংলাদেশে ৯৫ কিমি পথ) যাত্রাপথ
- বন্ধন এক্সপ্রেসে কলকাতা থেকে খুলনা এবং খুলনা থেকে কলকাতা আসতে সময় লাগবে ৪ ঘণ্টা ৫০ মিনিট
- ভারতীয় সময়ে সকাল ৭.১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস রওনা দেবে, খুলনায় পৌঁছাবে বেলা ১২টা নাগাদ
- বাংলাদেশের খুলনা থেকে দুপুর ১.২০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) বন্ধন এক্সপ্রেস ছাড়বে, কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে সন্ধ্যা ৬.১০ মিনিটে
- কলকাতা আন্তর্জাতিক টার্মিনাল এবং বেনাপোল বর্ডার চেকপোস্ট, উভয় স্থানেই ইমিগ্রেশন হবে