Online-train-ticket

‘টিকেট যার ভ্রমণ তার’ – এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকেট আগামীকাল ৭ এপ্রিল থেকে বিক্রি করা হবে রেল‌ওয়ের অগ্রিম টিকিট। গত ২১শে মার্চ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবরঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল ৭ এপ্রিল থেকে বিক্রি করা হবে রেল‌ওয়ের অগ্রিম টিকিট। গত ২১শে মার্চ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন বা ‘Rail Sheba’ আ্যপ বা মোবাইল যে মাধ্যমেই নিবন্ধন করুন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে কোন অসুবিধা নেই। এক্ষেত্রে যাত্রীকে একবারই মাত্র NID বা পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন করতে হবে।

৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট।

এছাড়া ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের। একইভাবে ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ তারিখের টিকেট বিক্রি হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

bd railway ticket
অনালাইনে সহজ ভাবে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করা হলো নিম্নে:

* যাত্রীকে একবারই মাত্র নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন হয়ে গেলে স্টেশন কাউন্টারে গিয়ে শুধু মোবাইল নাম্বার অথবা NID নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার বললেই রেলের ডাটাবেইসে রক্ষিত তথ্যাদি টিকিটের উপরে স্বয়ংক্রিয়ভাবে মুদ্রিত হবে। অর্থাৎ রেজিস্টেশন একবারই মাত্র করতে হবে।

* মোবাইলের ক্ষেত্রে SMS একবারই প্রেরণ করতে হবে NID নাম্বার ও জন্মতারিখ দিয়ে। আশাকরি এইটুকু টেক্সট প্রেরণ সকল মোবাইলধারী করতে পারবে। কেউ না পারলে সেক্ষেত্রে ফ্যামিলীর সদস্যরা সাহায্য করতে পারবে অথবা স্টেশনের স্থাপিত হেল্প ডেস্কে আসলেই হবে।

* অনলাইন বা আ্যপ বা মোবাইল যে মাধ্যমেই নিবন্ধন করুন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে কোন অসুবিধা নেই।

* একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র একজনের তথ্য টিকিটের উপরে মুদ্রিত হবে। এক্ষেত্রে ভ্রমনকালে উক্ত ব্যাক্তি উপস্থিত থাকলেই হবে।

* পিতা মাতা বা বয়স্কদের যারা একাকী ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যরা টিকিট ক্রয় করে থাকেন সে ক্ষেত্রে যে ভ্রমণ করবে তার ফোন নাম্বার অথবা NID নাম্বার কাউন্টারে বলে টিকিট ক্রয় করলে টিকিটের উপরে ভ্রমণকারীর তথ্য থাকবে ফলে এ ব্যাপারে আর কোন সমস্যা হবে না।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here