করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে থাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন আবার চালু হচ্ছে। এর মধ্যে আগামী ২৯ মে থেকে আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন চালু হলেও ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস চলবে ১ জুন থেকে।
ট্রেনের টিকেট গতকাল মঙ্গলবার সকাল ৮ থেকে বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মৈত্রী-মিতালী এক্সপ্রেসের টিকেট এবং বন্ধন এক্সপ্রেসের টিকেট খুলনা ও যশোর স্টেশন থেকে বিক্রি শুরু হয়।