বাংলাদেশে গত মাস থেকে শুরু হওয়া কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে উঠা গণআন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
এরপর দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে হারকিউলিস একটি পরিবহন বিমানে করে সন্ধ্যা ৬টায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছায়। এরপর তিনি সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বিমান ঘাঁটিতে এক বৈঠক করেন।
নয়া দিল্লি থেকে শেখ হাসিনা কোথায় যাবেন তা এখনো ঠিক হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, শেখ হাসিনা ভারতে নয়, লন্ডনে আশ্রয় চেয়েছেন। এখানে না হলে তিনি ইউরোপের দেশ বেলারুশে যেতে পারেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিকেল ৪টায় জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, ‘আমরা অন্তর্বর্তী একটি সরকার গঠন করব, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।’
২০০৯ সাল থেকে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
[…] উঠা গণআন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্… করে দেশ ছেড়ে চলে […]