বাংলাদেশে ও নিউজিল্যান্ড সিরিজের সূচি অনুযায়ী দুটি টেস্ট ম্যাচ খেলতে নতুন বছরের প্রথম দিন থেকেই দুই দলের লড়াই শুরু হবে। মঙ্গানুইতে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।
বাংলাদেশ–নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ সূচি ২০২২ : Bangladesh tour New Zealand 2022
তারিখ-সময় | ম্যাচ | ভেন্যু | ফলাফল |
১-৫ জানুয়ারী বাংলাদেশ সময় ভোর ৪ টায় |
১ম টেস্ট | মাউন্ট মঙ্গানুই | |
৯-১৩ জানুয়ারী বাংলাদেশ সময় ভোর ৪ টায় |
২য় টেস্ট | ক্রাইস্টচার্চ |