২০২২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চারটি ভেন্যুতে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়ানে এবং দ্বিতীয় ওয়ানডের ভেন্যু জোহানেসবার্গ।
আরও পড়ুনঃ
- যেসব চ্যানেলে দেখা যাবে ২০২২ সালের আইপিএল ম্যাচ
- বাংলাদেশের ক্রিকেট খেলার সময়সূচি ২০২২
- ২০২২ সালের খেলার সময়সূচি, কোথায়, কবে, কোন খেলা হবে
তারিখ | ম্যাচের বিবরণ | ফলাফল |
১৮ মার্চ
বিকাল ৫টা |
প্রথম ওয়ানডে
সুপারস্পোর্ট পার্ক সেঞ্চুরিয়ান, গাউটেং |
বাংলাদেশ ৩৮ রানে জয়ী |
২০ মার্চ
দুপুর ২:০০ |
দ্বিতীয় ওয়ানডে
ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স স্টেডিয়াম |
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী |
২৩ মার্চ
বিকাল ৫টা |
তৃতীয় ওয়ানডে
সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন |
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী |
মার্চ ৩১ – এপ্রিল ৪ দুপুর ২:০০ | ১ম টেস্ট
কিংসমিড, ডারবান |
দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী |
এপ্রিল ৮ – ১২ দুপুর ২:০০ |
২য় টেস্ট
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ |