জাকির হাসানের অভিষেক সেঞ্চুরির সুবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান করেছে। সাকিব আল হাসান ৪০ ও মেহেদি হাসান মিরাজ ৯ রানে অপরাজিত আছেন।
A moment to remember for Zakir Hasan 🤩
He gets a 💯 on his Test debut!#BANvIND | #WTC23 | 📝 https://t.co/ym1utFHoek pic.twitter.com/XE1K2F0q86
— ICC (@ICC) December 17, 2022
টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন ২৪ বছরের বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান। তিনি ২১৯ বলে খেলে ১০০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি।
ভারতের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব পেয়েছেন ১টি করে উইকেট।
Bangladesh vs India: 1st Test, Stumps Day 4
Bangladesh need 241 runs to win.#BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/EOCb5xQxu2
— Bangladesh Cricket (@BCBtigers) December 17, 2022
আগামীকাল ম্যাচের শেষ দিনে বাংলাদেশকে জিততে হলে ২১৪ রান করতে হবে। অন্যদিকে জিততে হলে ৪ উইকেট নিতে হবে টিম ইন্ডিয়াকে।
[…] […]
[…] ভারত চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে […]