লকডাউনের মধ্যে শনিবার সালমান খান তার নিজের ভেরিফাইড টুইটারে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘ব্যাড বয়’ এর পোস্টার প্রকাশ করেছেন।
All d vry best Namashi for #BadBoy. Poster lajawaab!@amrinqureshi99 @namashi_1 @khanwacky @InboxPictures @Penmovies @BadBoy_Film #jayantilalgada #sajidqureshi #rajkumarsantoshi #himeshreshammiya #amrin #namashichakraborty pic.twitter.com/Wrg3rntVnH
— Salman Khan (@BeingSalmanKhan) May 23, 2020
এই ছবির মাধ্যমে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশী চক্রবর্তীর অভিষেক হল। ইতিমধ্যে নমশীর বড় ভাই মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বলিউডে অভিষেক হয়েছে ।
ছবিটির পোস্টার প্রকাশ করে সালমান লিখেছেন, ‘নমশীকে # ব্যাডবয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। দুর্দান্ত পোস্টার। ‘ ছবিটির পোস্টারটি কমলা এবং হলুদ রঙে আঁকা।
এই ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা সাজিদ কুরেশির কন্যা আমরিন কুরেশির বিপরীতে নমশীকে দেখা যাবে । ছবিতে দুই তারকাকে কমলা রঙের পোশাকে দেখা যায় এবং তাদের দুজনের শরীর থেকে হলুদ শিখা বের হতে দেখা যায়।
তবে ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।