‘বিগ বস’ নিঃসন্দেহে ভারতীয় টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো। আর ‘বিগ বস’ সিজন ১৩-এ যে দর্শকদের জন্য চমক থাকছে, সেখবর আগেই প্রকাশ্যে এসেছিল। সূত্রের খবর, সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে এই শো। তার আগে অবশ্য ‘বিগ বস’ নিয়ে উত্তেজনায় ফুটছে দর্শকরা।
কে কে হবেন বিগ বসের অতিথি, এই নিয়ে প্রতিবছর থাকে নানান জল্পনা-কল্পনা। এবারও তার অন্যথা হয়নি। উন্মাদনার পারদ চড়ছে ক্রমশই। আর এই বিবিধ জল্পনার মাঝেই শোনা গেল এবছরের ‘বিগ বস’-এর অতিথি হতে চলেছেন অভিনেতা জিৎ।
তালিকা থেকে ২৩ জনের নাম জানা গেছে। এর মধ্য থেকে ১৩ জনকে চূড়ান্ত করা হবে। আগামী ৩০ জুলাইয়ের পর তাঁরা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।
তালিকায় আছেন: জিৎ (বাংলা ছবির তারকা), জেরিন খান (বলিউড তারকা), চাঙ্কি পাণ্ডে (বলিউড তারকা), রাজপাল যাদব (বলিউড তারকা), ওয়ারিনা হুসেন (মডেল), দেবলীনা ভট্টাচার্য (টেলিভিশন তারকা), অঙ্কিতা লোখান্ডে (টেলিভিশন তারকা), রাকেশ বশিষ্ঠ (টেলিভিশন তারকা), মাহিকা শর্মা (বড় ও ছোট পর্দার তারকা), ড্যানি ডি (পর্নো ছবির তারকা), চিরাগ পাশোয়ান (রাজনীতিবিদ রাম বিলাস পাশোয়ানের ছেলে), বিজেন্দ্র সিং (বক্সার), রাহুল খান্ডেলওয়াল (মডেল), হিমাংশ কোলি (মডেল), মহিমা চৌধুরী (বলিউডের সাবেক তারকা), মেঘনা মল্লিক (টেলিভিশন তারকা), মহাক্ষয় চক্রবর্তী (অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে), দয়ানন্দ শেঠি (বড় ও ছোট পর্দার অভিনেতা), ফৈজি বো (রিয়্যালিটি শো তারকা), ঋতু বেরি (ফ্যাশন ডিজাইনার), সোনল চৌহান (মডেল, সংগীতশিল্পী, বড় পর্দার তারকা), ফাজিলপুরিয়া রাহুল যাদব (সংগীতশিল্পী) ও সিদ্ধার্থ শুক্লা (ছোট পর্দার তারকা)।