প্রেমিকের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এল প্রেমিকার করোনায় সংক্রমিত হওয়ার খবর। বলছি, বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার কথা।
#MalaikaArora tests positive for #COVID19. https://t.co/0MzoQg26QN
— Filmfare (@filmfare) September 6, 2020
কোভিড ১৯-এ আক্রান্ত হলেও, মালাইকার শরীরে কোনও উপসর্গ নেই। ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিজে কিছু জানাননি মালাইকা অরোরা।
গত রোববার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও বন্ধুদের সঙ্গে করোনা পজিটিভ হওয়ার কথা শেয়ার করেন ‘টু স্টেট’ অভিনেতা। এই খবর আসার পর পরই আরেকটি খবর আসে অর্জুন কাপুরের পর এবার মালাইকা অরোরাও করোনায় সংক্রমিত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই প্রেমিক-প্রেমিকা।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা। বিষয়টি নিয়ে তাঁরা প্রকাশ্যে কোনও মন্তব্য প্রথমে না করলেও, ২০২০ সাল শুরু হওয়ার পর অর্জুন এবং মালাইকাকে গোয়ায় দেখা যায় একসঙ্গে। তবে অর্জুন, মালাইকা বিয়ে করবেন কি না, সে বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি।