প্রেম নাকি কখনো বয়স মেনে ক্যালেন্ডার ধরে হয় না। এই বাক্যকে আরও একবার সত্যি প্রমাণ করল বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর জুটি। গতকাল ছিল অর্জুন কাপুরের জন্মদিন। প্রযোজক বনি কাপুর ও মোনা কাপুরের একমাত্র ছেলে অর্জুন কাপুর এদিন পা রাখলেন ৩৪-এ। আর মালাইকা আরোরা বয়সে তাঁর প্রেমিকের চেয়ে মাত্র ১১ বছরের বড়। তবে এসব বয়স তো তাঁদের কাছে কেবলই একটা সংখ্যা।
View this post on Instagram
Happy bday my crazy,insanely funny n amazing @arjunkapoor … love n happiness always
প্রেমিকের জন্মদিন একসঙ্গে কাটানোর জন্য আগেই উড়াল দিয়েছেন নিউইয়র্কে। জন্মদিন উপলক্ষে প্রথমে দুটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। আমার পাগলাটে, মজার অর্জুন। সব সময়ের জন্য ভালবাসা আর আনন্দ।’
দিন দুয়েক আগে গভীর রাতে মুম্বই বিমানবন্দরে পাপারাত্জিদের ফ্রেমবন্দি হয়েছিলেন অর্জুন-মালাইকা। কোথায় যাচ্ছেন, সে সময় তা নিয়ে মুখ খোলেননি। তবে অর্জুনের জন্মদিন সেলিব্রেট করতেই তাঁরা দেশের বাইরে গিয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা ব়ড অংশ।
১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। কিন্তু ২০১৭-য় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে।
যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন। বিচ্ছেদের পরও আরবাজের পরিবারের সঙ্গে নাকি সুসম্পর্ক রয়েছে মালাইকার।