শুক্রুবার শাহরুখ খানের ‘দি লায়ন কিং’-এর টিজার ইন্টারনেটে মুক্তি পেয়েছে । এই ছবিটি শাহরুখ খানের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ । কারণ এই সিনেমার মাধ্যমে শাহরুখের ছেলে আরিয়ানের অভিষেক হচ্ছে ।
Delighted to be a part of this global legacy. In Cinemas 19th July. Yaad Rakhna. #TheLionKing @disneyfilmindia https://t.co/T2OfU4JspC
— Shah Rukh Khan (@iamsrk) June 28, 2019
আরিয়ান এই ছবিতে মুসাফার ছেলে সিম্বার চরিত্রে গলা দিয়েছেন। বলিউডে একের পর এক ছবি ফ্লপ হওয়ায় ক্রমেই সমালোচনার ঝড় উঠেছে তাঁর ফিল্মি কেরিয়ার নিয়ে । তবে এবার ছেলেকে সাধে নিয়ে ‘লায়ন কিং’ এর বেশে তিনি আবার ফিরে আসলেন এবং টিজার বের হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন জয় করেলন।
ছবিটির ইংলিশ ভার্সনে সিম্বার চরিত্রে গলা দিয়েছেন ডোনাল্ড গ্লোভার। হিন্দি ভার্সন টিজারে মুসাফার চরিত্রে অভিনয়কারী শাহরুখ খান বলছেন, ” ইয়াদ রাখনা কি তুম কউন হো । এক সাচ্চা রাজা।”
১৯শে জুলাই ভারতে একাধিক ভাষার ‘The Lion King’ সিনেমাটি মুক্তি পাবে ।