সময়টা মোটেও ভালো যাচ্ছে না হৃতিক রোশনের। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন এই বলিউড তারকা। ১২ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘সুপার থার্টি’। আর তার আগে নতুন বিতর্কে জড়ালেন। এবার তার জন্য কাল হল প্রখ্যাত শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া। তার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হল ভারতের হায়দরাবাদ পুলিশে।
#Hrithik Roshan, who is the brand ambassador of https://t.co/gN06oKgjKo, has been named in a case filed against the fitness chain by a customerhttps://t.co/1PbIcZn8pQ
— Firstpost (@firstpost) July 4, 2019
অভিযোগকারীর দাবি, তিনি ওই জিম ব্যবহারকারী। কিন্তু জিমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তার। ওই জিমে নাকি আগে থেকে নাম নথিভুক্ত করা হলেও পছন্দসই স্লট পাওয়া যেত না। কারণ সর্বোচ্চ যতজনকে সেবা দেওয়া যায়, সেই পরিকাঠামোকে ছাপিয়ে অতিরিক্ত ব্যবহারকারীকে সময় দেওয়া হতো। ফলে যে গুণমানের সেবা পাওয়ার কথা, তা পাওয়া যায় না।
এই অভিযোগে জিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিকের নামেই মামলা ঠুকে দিলেন এক ব্যক্তি। মামলা দায়ের হয়েছে জিমের আরও তিন উচ্চ পদস্থ কর্মীর বিরুদ্ধে।
অভিযোগকারী আরও অভিযোগ করেন, ২০১৮ সালের ডিসেম্বরে তিনি ১৭ হাজার ৪৯০ রুপি জমা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো স্লট পাননি। এ ছাড়া জিম কর্তৃপক্ষ তাঁকে এক বছরের মধ্যে ওজন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
Customer said that “false promises” were made by the company on the services of its fitness centre that is endorsed by #HrithikRoshanhttps://t.co/HHqvXUPJ9D
— The Hindu Cinema (@TheHinduCinema) July 5, 2019
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শশীকান্ত নামে ওই অভিযোগকারীর বক্তব্য, গত বছর ডিসেম্বরে তিনি প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন।
কিন্তু জিমের প্রতিশ্রুতি মতো পছন্দসই স্লট পাননি। শরীরচর্চাকেন্দ্রের পক্ষ থেকে একটি প্যাকেজ দেওয়া হয়েছিল। ওজন কমানোর প্যাকেজে ছাড় দেওয়া হয়েছিল সেই অফারে।