বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে গ্রেপ্তারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু দিন আগে একটি সংস্থার পক্ষ থেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কী তবে তাকে গ্রেপ্তার করা হলো? তা নিয়েই চলছে নানা জল্পনা।
SHOCKING! Sonakshi Sinha Arrested By Police – See VIDEO@sonakshisinha #AsliSonaArrested #Koimoi https://t.co/NzD8J3MEOu
— Koimoi.com (@Koimoi) August 6, 2019
ভিডিওতে দেখা গেছে, সোনাক্ষীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরনে রয়েছে গ্লিটারি একটি ড্রেস। পেছন থেকে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাচ্ছে পুলিশ। ভিডিওতে সোনাক্ষীর গলার আওয়াজও স্পষ্ট শোনা গেছে।
পুলিশদের উদ্দেশ্য করে নায়িকা বলছেন, ‘আপনারা আমাকে এভাবে গ্রেপ্তার করতে পারেন না। আপনারা জানেন আমি কে? আমি কিছু করিনি, আমি নির্দোষ। কীভাবে গ্রেপ্তার করা হচ্ছে?’
কী কারণে সোনাক্ষীকে গ্রেপ্তার করা হল, তা অবশ্য এখনও জানা যায়নি। আদতে এই ভিডিও সত্য কি না তাও জানা যায়নি। ভক্তরা অবশ্য প্রিয় নায়িকার এমন গ্রেপ্তারিতে চিন্তায়। অনেকে আবার বলছেন, নতুন কোনো ছবির প্রচারের কৌশল হতে পারে এটি।
কয়েক মাস আগে খবর বের হয়, ভারতের উত্তরপ্রদেশের এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল সোনাক্ষীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, মোটা অংকের টাকা নিয়েও নায়িকা তাদের অনুষ্ঠানে হাজির হননি। সে সময় মামলা হয়েছিল সোনাক্ষীর বিরুদ্ধে।