বর্তমান কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ঠাণ্ডা যুদ্ধ! আর এরমধ্যেই গোপনে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ায় ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
After #MikaSingh performs in #Pakistan, All India Cine Workers Association (AICWA) has banned and boycotted him.https://t.co/VPM63XyJ7k
— itimes (@itimestweets) August 14, 2019
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস সূত্র জানায়, ৪২ বছরের মিকা সিং তাঁর দল নিয়ে করাচি যান। ৮ আগস্ট বিয়ের অনুষ্ঠানে গান করেন। এই ঘটনা সামনে আসে যখন বিয়েতে আমন্ত্রিত কয়েকজন অতিথি মিকা সিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
তবে মিকার উপর শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এমনকি গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে এই সংগঠনের তরফে এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছে। শিগগির হয়তো রাজনৈতিকভাবেও শাস্তির সম্মুখীন হতে পারেন মিকা সিং।
বলিউডে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়ে পরিচিতি পান মিকা সিং। তিনি ভারতের পশ্চিম বাংলার দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর হিন্দি ও বাংলা জনপ্রিয় গানের মধ্যে ‘সিং ইজ কিং’, ‘মউজা হে মউজা’, ‘ইবনে বতুতা’, ‘ধান্নো’, ‘ঢিঙ্কা চিকা’, ‘দেশি বিট’, ‘পুঙ্গি’, ম্যাড আই অ্যাম ম্যাড’, ‘তুই আমার হিরো’, ‘রানি তু মে রাজা’ অন্যতম।