বলিউডে খানদের ছবি ফ্লপ হলেও অক্ষয় মানেই ছবি হিট! বিগত কয়েক বছরে তার অভিনীত ছবিগুলোর বক্স অফিস-এর দিকে তাকালে এর যথাযথ প্রমাণ মিলবে। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘কেসারি’ তার প্রমাণ! কেসারি মুক্তির পাঁচ মাসের মধ্যে ফের প্রেক্ষাগৃহে অক্ষয়ের ছবি। আবারও বক্স অফিসে তার দাপট!
Megastar Akshay Kumar sets the box office on 🔥 🔥. Mission Mangal off to a sky-high start with Rs. 29 crore on day 1. Book your tickets now if you haven’t already #MissionMangal #AkshayKumar pic.twitter.com/VRIBYQwbxn
— Sterling Media (@_sterlingmedia_) August 16, 2019
ভারতের স্বাধীনতা দিবস ও রাখীর দিনে শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘মিশন মঙ্গল’। আর মুক্তির প্রথম দিনেই রীতিমত কাঁপিয়ে দিলো এই ছবিটি। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ২৯ কোটি ১৬ লাখ রুপি। যা অনুমানের চেয়ে বেশী!
এর আগে এর আগে অক্ষয়ের কোনও ছবিই মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এই পরিমান ব্যবসা করেনি। তাই ছবির এমন সাফল্যে বেশ উচ্ছসিত অক্ষয়। ছবিটি শিগগিরই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলেই মনে করছেন ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা।
সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনয় করেছেন ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রজেক্ট ডিরেক্টরের পদে । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি ও নিত্যা মেনন। মঙ্গল অভিযানের বিষয়ের উপর তৈরি এটি বলিউডের প্রথম ফিল্ম।