বলিউডের শাহেনশা তিনি। ছবির পাশাপাশি নানা বিজ্ঞাপন, সরকারি প্রকল্পের হয়ে ক্যাম্পেনিং এবং টেলিভিশনের শো সঞ্চালনার মতো নানা কাজে ব্যস্ত অমিতাভ বচ্চন। সম্প্রতি সম্পত্তির উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করা হয়েছিল অমিতাভ বচ্চনকে। তিনি কোনও রাখঢাক না করেই জানিয়েছেন যে সম্পত্তি দুভাগেই ভাগ হবে।
Amitabh Bachchan to divide his property between Shweta and Abhishek equally https://t.co/zgB7I6QHGr
— BollywoodLife (@bollywood_life) August 27, 2019
নিউজ এইট্টিন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা নন্দাকে ঠিক ততটাই ভালোবাসেন, যতটা ভালোবাসেন তিনি অভিষেক বচ্চনকে। তাই তিনি নিজের সম্পত্তি দুই ছেলেমেয়েদের মধ্যেই ভাগ করে দিয়ে যেতে চান।
Big B has revealed that his property will be divided equally between his son Abhishek and daughter Shweta.https://t.co/bxNuDKHdgJ
— News18 (@CNNnews18) August 27, 2019
শুধু তাই নয় সেই ভাগ হবে সমান সমান, এমনটাই জানা গিয়েছে টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদন থেকে। তার মানেটা দাঁড়ায় এই রকম যে মুম্বইয়ের বুকে, যে বাড়িতে এখন বাস করে বচ্চন পরিবার, সেই বাড়ির মালিকানাও শুধুমাত্র অভিষেকের থাকবে না।
ছেলে ও মেয়ের সঙ্গে অমিতাভের সম্পর্ক দারুণ। নিত্যদিনের ব্লগার অমিতাভের লেখায় নানা সময় উঠে আসে অভিষেক ও শ্বেতার কথা। তাঁদের কাজের কথা। ছেলেমেয়েরা তাঁকে কতটা গর্বিত করেন, সেকথাও অকপটে স্বীকার করেন অমিতাভ।