সোনালী বোস পরিচালিত ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া এবং জায়রা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে । এই ছবিতে প্রিয়াঙ্কা-ফারহানের মেয়ে অসুস্থ জায়রা ওয়াসিম তার মা-বাবাকে নিয়ে মিষ্টি প্রেমের গল্প বলেন ।
Presenting the trailer for #TheSkyIsPink– a film about love, made with so much of it! It’s a very proud milestone moment for me, because it’s my first as an actor & co-producer. Hope it gives you all the feels & inspires you to celebrate life!https://t.co/eJuCD371iR pic.twitter.com/k05cY6AkD2
— PRIYANKA (@priyankachopra) September 10, 2019
তবে এটা কেবলমাত্র লাভস্টোরি নয়, ট্র্যাজিক পারিবারিক কাহিনি। এই ছবিটির মূল চিত্রনাট্য তৈরী হয়েছে পালমোনারি ফিবোর্সিসে আক্রান্ত মোটিভেশনাল স্পিকার আয়েশা চৌধুরির সত্যি কাহিনিকে নির্ভর করে ।
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর আবারো বলিউডে ফিরে আসলেন প্রিয়াঙ্কা। ২০১৫ সালে তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। এছাড়াও এই ছবিতে জাইরা ওয়াসিমের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রোহিত সারাফ ।
এই মুভিটি ১১ ই অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার আগে ১৩ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে।