Dil Bechara টাইটেল ট্র্যাকের পর এবার মুক্তি পেল দিল বেচারা ছবির দ্বিতীয় গান ‘তারে গিন (Taare Ginn)’। এ আর রহমান তার নিজস্ব ভেরিফাইড টুইটারে এই গানটি শেয়ার করেছে ।
Dil Bechara Song Released Taree Ginn https://t.co/HLuxGQOmij
— MorningRinger (@morning_ringer) July 15, 2020
এই ছবির মিউজিক কম্পোজারের দায়িত্বে আছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। ছবিতে রয়েছে মোট নয়টি গান। তারে গিন গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং মোহিত চৌহান।
ইতিমধ্যেই দিল বেচারার টাইটেল ট্র্যাক ইউটিউবে ৪ কোটি ভিউজ অতিক্রম করে ফেলেছে। অন্যদিকে দিল বেচারার ট্রেলার ইউটিউবে ৭ কোটি লাইকের রেকর্ড গড়েছে।
জন গ্রিনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ অবলম্বনে গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য।
আগামী ২৪ জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে ‘দিল বেচারা’।