কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রেখেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । আজ প্যারাগুয়ের বিপক্ষে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল স্কালোনির দল ৷
¡Golazo albiceleste! Ángel Di María lo habilitó y el Papu Gómez definió con gran calidad para el 1-0 de @Argentina sobre la @Albirroja
🇦🇷 Argentina 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/VcKUq9CUso
— Copa América (@CopaAmerica) June 22, 2021
আজ বাংলাদেশ সময় সকালে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে । ম্যাচের দশ মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে বল পেয়ে গোল করতে দেরি করেনি আলেহান্দ্রো পাপু গোমেজ ।
এক গোলে পিছিয়ে থেকে প্যারাগুয়ে ম্যাচে ফেরার জন্য অনেক চেষ্টা করেও আর্জেন্টিনার জালে বল পাঠাতে পারিনি প্যারাগুয়ে ।
ARGENTINA LÍDER DEL GRUPO A 🔝
Las posiciones luego de la tercera fecha de la CONMEBOL #CopaAmérica 🏆 🇦🇷 🇨🇱 🇵🇾🇺🇾 🇧🇴#VibraElContinente pic.twitter.com/sbRL8hvjY2
— Copa América (@CopaAmerica) June 22, 2021
৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা প্যারাগুয়ে ৩ পয়েন্ট নিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে দলটি ।