coronavirus-update

বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের শনাক্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে অর্ধেকই ইউরোপের বিভিন্ন দেশের। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে আটটা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, বিশ্বজুড়ে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে।

ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৩ হাজার ৩০৪ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি দেশ ইউরোপের। এর মধ্যে স্পেনে শনাক্ত ১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন ও মৃত্যু ১৮ হাজার ৮১২ জন, ইতালিতে শনাক্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ এবং মৃত্যু ২১ হাজার ৬৪৫ জন, জার্মানিতে শনাক্ত ১ লাখ ৩৪ হাজার ৭৫৩ ও মৃত্যু ৩ হাজার ৮০২ জন, ফ্রান্সে শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ ও মৃত্যু ১৭ হাজার ১৬৭ জন, যুক্তরাজ্যে শনাক্ত ৯৮ হাজার ৪৭৬ এবং মৃত্যু ১২ হাজার ৮৬৮ জন।