প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। বিশ্বজুড়ে চলছে শতাধিক গবেষণা। এর মধ্যে এগিয়ে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা।
Coronavirus breakthrough as vaccine ‘using inhaler could be ready by August’ https://t.co/sQ96gtgiTt pic.twitter.com/FBG1bAmpbv
— Daily Mirror (@DailyMirror) June 7, 2020
বর্তমানে তাদের প্রস্তুতকৃত নমুনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে আছে। গবেষকরা বলছেন, আগামী মাসেই এটি ইনহেলার আকারে পাওয়া যেতে পারে।
অনলাইনে দেয়া এক বিবৃতিতে অক্সফোর্ড গবেষক দলের প্রধান আইরিস বিজ্ঞানী অধ্যাপক অ্যাড্রিয়ান হিল বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের সফলতার ব্যাপারে তার দলের গবেষকরা ৮০ শতাংশ নিশ্চিত।
এই ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে থাকা অধ্যাপক হিল বলেন, ‘সব কিছিু ঠিকঠাক থাকলে আশা করছি আগস্ট মাসেই এটি প্রস্তুত হবে। তবে সংক্রমণের হার খুব বেশি কমে গেলে এই ভ্যাকসিন আসতে দেরি হতে পারে।’