Coronavirus-Lockdown

করোনাভাইরাসে সংক্রমণের হার বিবেচনা করে সারা দেশেই জোনিং ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে আগেই। বিভিন্ন জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করার পর এবার রাজধানীর ওয়ারীতে রেডজোন কার্যকর হচ্ছে।

আজ শনিবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে ওয়ারীকে রেডজোন হিসেবে চিহ্নিত করার তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীর ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।

নাসিমা সুলতানা বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে জোনিং পদ্ধতি নিয়ে একটি পরামর্শক কমিটি অব্যাহতভাবে কাজ করছে। রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোন নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। এটি নির্ধারণ হয় সংক্রমণ বিস্তারের সর্বাধিক ঝুঁকি, মাঝারি ঝুঁকি ও কম ঝুঁকির ওপর নির্ভর করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here