চীনের সিনোফার্ম টিকা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

করোনা সংক্রমণ ঠেকাতে চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে । এই টিকার প্রথম চালানে ৫০ লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা পাওয়ার কথা হয়েছে ।

তিনি বলেন, রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। এছাড়া ভারতের কাছে পাওনা অ্যাস্ট্রাজেনেকার টিকা আনার চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ সোমবার (৩১ মে) রাতে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here