Coronavirus: পিছিয়ে গেল ২০০০ অলিম্পিক

0
34

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে ২০২০ অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার(২৪মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। একই সঙ্গে টোকিও প্যারালিম্পিক গেমসও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

বলা যায় যে, এই সিন্ধান্তটি অনেকটা চাপে পড়ে নিতে বাধ্য হয়েছে অলিম্পিক কমিটি । বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ আসর স্থগিত করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপান সরকারের উপর চাপ বাড়ছিল।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও জানান, “আমি ২০২০ অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছি এবং তারা আমার সঙ্গে একমত হয়েছে। ২০২১ সালের গ্রীষ্মে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।”

টোকিও ২০২০ ও আইওসি যৌথ বিবৃতিতে জানায়, আসর পিছিয়ে গেলেও এর নাম অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস টোকিও ২০২০’ই থাকবে।

টোকিও ২০২০ ও আইওসি যৌথ বিবৃতিতে জানায়, আসর পিছিয়ে গেলেও এর নাম অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস টোকিও ২০২০’ই থাকবে।

প্রসঙ্গত অলিম্পিক গেমসের আগেই কোপা আমেরিকা, উয়েফা, আইপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন দেশের টুর্নামেন্ট ও সিরিজ স্থগিত হয়ে গেছে। করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব।