গুঞ্জনই সত্যি হলো। ফ্ল্যাগশিপ আইফোনের তিনটি নতুন মডেল আনলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন আইফোনের মডেলে পর্দার আকারের পাশাপাশি বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ ধারণক্ষমতা। একইসঙ্গে বৈচিত্র্য আনা হয়েছে রংয়ে।
Apple unveiled the new iPhone 11, 11 Pro, 11 Pro Max, with the 11 starting at $699 pic.twitter.com/y00Ds2LEvC
— Tech Insider (@techinsider) September 13, 2019
বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল সেন্টারে নতুন প্রজন্মের স্মার্টফোন তিনটি উন্মুক্ত করে অ্যাপল।
নতুন উন্মুক্ত হওয়া আইফোনের মডেল তিনটি হলো- আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স ও আইফোন ১১। গত বছর লঞ্চ হওয়া আইফোন ১০ এস এবং আইফোন ১০ এস ম্যাক্সের এর উত্তরসূরী হিসাবে এবার এলো আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স।
প্রো ভার্সনের আইফোন দুটিতে তিনটি করে রিয়ার ক্যামেরা থাকছে। এর মধ্যে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে। সাথে থাকছে একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আর একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্যও ডিসপ্লে নচে থাকছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। অন্য মডেলটিতে রয়েছে দুটি রিয়ার ক্যামেরা।
এত এত সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১১ পাওয়া যাবে ৬৯৯ মার্কিন ডলারে। আইফোন ১১ প্রো মার্কিন বাজারে মিলবে ৯৯৯ ডলারে আর আইফোন ১১ প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ৯৯ ডলার খরচ করেই।