অনলাইনে বা ইন্টারনেটে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সব এক জায়গায় পাওয়া যাচ্ছে (Bangladesh Forms. All Forms in a single platform)।

আরও পড়ুন:

একসেবাঃ ‘একসেবা’ নামে এই পোর্টালটি সরকারি সেবার মাধ্যম হিসেবে কাজ করবে । বর্তমানে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ১৬২টি সরকারি সেবা রয়েছে।

একপে: ‘একপে’ নাম সকারের এই সেবা দানের ঠিকানায় সব ধরনের বিল পরিশোধের সুবিধা রয়েছে (https://ekpay.gov.bd/#/home)। এখানে গ্রাহকরা ডেবিট/ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, শিক্ষাসংক্রান্ত এবং অন্যান্য ফি সহজে পরিশোধ করতে পারবে ।

একশপ: ইটা একটি ই-কর্মাস সাইট, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে ও দ্রুত সময়ে ক্রেতার পৌঁছে দেয়া হচ্ছে । (www.ekshop.gov.bd)

সকল ই-সেবা – বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন: http://www.bangladesh.gov.bd/site/view/all_eservices/

এখানে আপনি সহজেই অনলাইনে আপনার প্রয়োজনীয় ফরমটি পূরণ করে পাঠাতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুণ-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here