টুইটারের প্রতিষ্ঠাতা এবং সিইও জ্যাক ডরসি (Twitter founder and CEO Jack Dorsey ) সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি গুগল ব্যবহার বন্ধ করেছেন এবং তিনি অনলাইনে কোনো কিছু খোঁজার জন্য গুগল সার্চ ব্যবহার করেন না।
সম্প্রতি তিনি টুইটারে লিখেন, ‘আমার পছন্দ ডাকডাকগো (DuckDuckgo)। গত কিছুদিন ধরে এটিই আমার ডিফল্ট সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হিসেবে এটি সত্যিই ভালো।’
I love @DuckDuckGo. My default search engine for a while now. The app is even better!
— jack 🌍🌏🌎 (@jack) November 27, 2019
তিনি গুগলের বদলে ডাকডাকগো নামের যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করছেন, তা ২০০৮ সালে চালু হয়। ডাকডাকগো জানিয়েছে, তাদের প্রাইভেসি নীতিমালা খুবই সাধারণ। বিজ্ঞাপন দেখানোর জন্য তারা ব্যবহারকারীদের অনুসরণ করে না এবং আইপিও ট্র্যাক করে না। এমনকি ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্যও তারা সংরক্ষণ করে না।
প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম ১ দিনে ১ কোটি সার্চের মাইলফলকে পৌঁছায়। এর ২ বছর পর ২ কোটির মাইলফলকে পৌঁছায় এবং এর ১ বছর পর ৩ কোটি সার্চের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড করেছে তারা।
যদিও গুগলের তুলনায় এই সংখ্যাকে যৎসামান্যই বলতে হয়। কারণ গুগলে প্রতিদিন ৩০০ কোটি বারের বেশি সার্চ হয়। তবে ডাকডাকগোয়ের কাছে এটি বিশাল প্রাপ্তি।