Coronavirus: দেশে করোনায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৯

0
23

দেশে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে দেশে ৫৪৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার রোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। নতুন মারা যাওয়া তিনজনের বয়স ষাটোর্ধ্ব। তারা তিনজনই ঢাকার বাসিন্দা।

তিনি জানান,গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জনে।