দেশে গত ২৪ ঘণ্টায় ১১৬৩ জন করোনা আক্রান্ত রোগী (Corona Affected Patient) শনাক্ত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে করোনাভাইরাস (Coronavirus) নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (Professor Dr. Nasima Sultana)।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২২ জনে।
তিনি বলেন, গত গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া নতুন করে ১৮২ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৭৭০ জন।
তিনি আরও বলেন, এছাড়াও কোভিড –১৯ (Covid-19) আক্রান্তদের মধ্যে আরও ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন করোনা রোগী।