দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে । এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২১ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের তিনজন এবং রংপুর বিভাগের চারজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় ১১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয় । এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।