গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৩৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৮৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮টি । তবে পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ৪ হাজার ২৪৯টি। শনাক্তের হার ৩১.৯১ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।