সোনার দাম কমল

সুখবর! সোনার দাম কমল! বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা করেছে। এখন থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা কমে রাখা হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮১৬ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে নতুন এই দাম কার্যকর করা হব

সোনার দাম কমার কারণ

সোনার দাম কমার কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here