ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস। এতে চালকসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ মোট নয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। অন্তত তিনটি বগিতে আগুন লেগে পুড়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লাপাড়া ট্রাজেডি 😔😰এক ক্ষত না ভুলতেই আরেক ক্ষত 😢😰২৯২০ লোকোর আগুন নেভানোর কাজ সফল হয়েছে।কিন্তু এসি কোচে লাগা আগুন বেড়েই চলেছে 😭😭লাইভ ভিডিও করেছেন – Km Sifat
Posted by Lalmoni Express – আন্তঃনগর লালমনি এক্সপ্রেস on Thursday, November 14, 2019
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী ৭৭১ রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।