রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাসটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।
এর আগে রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কারওয়ান বাজারের পদচারী–সেতুর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।