বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। সোমবার (২ মার্চ) শহরটির মেয়র মুরিয়েল বাউসার এ ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
Washington DC declares #MujibYear: Mayor Muriel Bowser issued a proclamation on Monday in this regard https://t.co/SltjYvdHfA
— Awami League (@albd1971) March 3, 2020
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, শহরের উন্নয়ন ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদানের স্বীকৃতি হিসেবে মুজিববর্ষ উদযাপন করা হবে। ওই ঘোষণায় বলা হয়, ‘আমি ওয়াশিংটনের মেয়র এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করছি’।
ঘোষণাপত্রে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর ও বিকশিত হচ্ছে।’
ঘোষণায় আরও বলা হয়, ‘ওয়াশিংটন ডি.সির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্রে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।’
এছাড়া নিউ জার্সি, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেটিকাটসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে চলছে নানা প্রস্তুতি।