ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদে আবারও জয়ী হয়েছেন জোকো উইদোদো। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে দেশটির জাতীয় নির্বাচনের ভোট গণনা শুরু হয়।
ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী পারাবোয়ো সুবিয়ান্তো পেয়েছেন ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট।
Joko Widodo officially declared winner of Indonesia’s presidential election https://t.co/BAYwDcNq9P
— TIME (@TIME) May 21, 2019
স্থানীয় ও জাতীয় পর্যায়ে ২০ হাজার জনপ্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে গত ১৭ এপ্রিল দেশব্যাপী ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ায় মোট ভোটারের সংখ্যা ১৯ কোটি ২০ লাখ।
সহিংস অস্থিরতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার দিন শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণাকে সামনে রেখে রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।
৫৭ বছর বয়সী জোকো উয়িদোদো ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি প্রাবোওকে পরাজিত করেছিলেন।