কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদি বলেছেন করোনা ভাইরাস জাত-ধর্ম-বর্ণ মানে না। তবে সে যে বিশিষ্ট মানুষজনকেও রেয়াত করে না তার বেশ কয়েকটি উদাহরণ অবশ্য বিশ্বের অন্যান্য দেশে মিলেছে। এমনকী ব্রিটেনের রাজপরিবারেও ঠেকানো যায়নি করোনার হানা।
One COVID-19 positive case found in Rashtrapati Bhavan, 125 families advised to remain in self-isolation as mandated by the Health Ministry’s guidelines as a precautionary measure: Sources
— ANI (@ANI) April 21, 2020
এবার ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে কোভিড-১৯। ফলে সে দেশের প্রেসিডেন্টের স্বাস্থ্য সুরক্ষাই এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।
যেহেতু ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও এসেছেন, তাই তার থেকে ওই ব্যধী অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।
এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত এদেশে করোনা আক্রান্ত মোট ১৮ হাজার ৬০১ জন। আর মারা গেছে আরও ৫৯০ জন।